সন্ধ্যা মুখোপাধ্যায়
মধুমালতী ডাকে আয়
ফুল ফাগুনের এ খেলা
যুথী কামিনী কত কথা গোপনে বলে মলয়ার।
চাঁপাবনে অলি সনে আজ লুকোচুরি গো লুকোচুরি
আলো ভরা কালো চোখে
কী মাধুরী গো কী মাধুরী
মন চাহে যে ধরা দিতে
তবু সে লাজে সরে যায়
মালা হয়ে প্রাণ মমকে জড়ালো কে জড়াল
ফুল রেণু মধুবায়ে কে ঝাড়াল কে ঝড়াল
জানে জানে কি মোর হিয়া রাঙ্গা কামনায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন