সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা


আজ ১৪ই ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার ও তাদের দেশীয় দোসর রাজাকার, আল শামস ও আল বদর বাহিনীর সহায়তায় বাঙালী জাতির শ্রেষ্ঠসন্তানদের হত্যা করে।
আত্মসমর্পণের মাত্র দুই দিন আগে রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর টর্চার সেল সহ দেশের বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখা যায় পেছনে হাত বাধা অবস্থায় বুলেট বিদ্ধ নিথর দেহ। বাঙালী জাতির মুক্তি সংগ্রামে এইসব বুদ্ধিজীবীদের মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা যুগিয়েছেন। পথ দেখিয়েছেন মুক্তির। আর সেইটিই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য।
 

উদয়ের পথে শুনি কার বাণী,
"ভয় নাই, ওরে ভয় নাই--
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই।'

                                    রবীন্দ্রনাথ ঠাকুর


পুরো কবিতা পড়ুন-

1 টি মন্তব্য: