বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

বিধাতা তুমি

বিধাতা তুমি ফিরে যাও

একটু দাড়াও যমদূত

চিঠি এসেছে

প্রিয়ার কাছ থেকে

অদ্ভুত এক দাবি নিয়ে

আকাশ মাটি যেথায় মেশে

থাকবে সেথায় সে বসে

দেখা হবে প্রথমবার

আমার সঙ্গে প্রিয়ার…।


উপহার কি হবে

ভাবছি যে তাই

সূর্য যে তার চাই চাই

আকাশ মাটি যেথায় মেশে

থাকবে সেথায় সে বসে

দেখা হবে প্রথমবার

আমার সঙ্গে প্রিয়ার…।


বাহন কি হবে

ভাবছি যে তাই

মেঘ ছাড়া যে উপায় নাই

আকাশ মাটি যেথায় মেশে

থাকবে সেথায় সে বসে

দেখা হবে প্রথমবার

আমার সঙ্গে প্রিয়ার…।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন