বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

একাকী ekaki



রাত্রি অনেক হল

চোখে নেই কোন ঘুম

অপরূপ জোছনায়

অযাচিত বেদনা

আজও মোরে কাঁদায়

আমি একাকী একাকী একাকী

বড় একাকী একাকী

আমি একাকী আহা হা হা

বড় একাকী একাকী।।


কত সুরের মালা গেঁথেছি যতনে

আরও কত কথা

তুমি কি বোঝনি তা?

তবু তুমি কেন?

তুমি আসোনি

ভালবাস নি বাস নি

তুমি আসো নি আহা হা হা ভালোবাসো নি।।


বিষণ্ণতার আড়ালে তোমার ঐ প্রতিশ্রুতি

আমার সকল অহংকার কেন কেড়ে নিলে

অবচেতন এ রাতে

বিনিদ্র রাত্রি যাপন

অশ্রুসজল এ দু চোখে

দুঃখ হল আপন।


তুমি আসোনি আস নি আস নি

ভালবাসনি বাসো নি

তুমি আস নি আহা হা হা ভালোবাস নি।।


হাসান ,আর্ক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন