আকাশের নীলে
হৃদয়ের তুলিতে
তোমায় একে যাই
নীল বেদনায়
হৃদয়ের আলোয়
তারার দ্বীপ জ্বেলে
জেগে রয়েছি
তোমার ই দুচোখে
যত দুরে রয়ে যাও
আমারি হয়ে রও
তোমারি জগতে
তোমারি হাসিতে
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙ্গিনায়
সঙ্গীহীনতায়
তোমায় কি বা আছে দেবার
দুচোখের নোনা জল
বিরহের ই করুণ সুরে
কেটে যায় প্রহর
তুমি তো জানলেনা কখনো
কত কাছে তুমি ছিলে
যত দুরে রয়ে যাও
আমার ই হয়ে রও
তোমারি জগতে
তোমারি হাসিতে
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙ্গিনায় সঙ্গীহীনতায়
—————————–
কথাঃ জুলকার নাইন
ব্যান্ডঃ আর্ক
এলবামঃ জন্মভুমি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন