সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

এই নষ্ট শহরে



এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান,
সকল খিস্তি খেউর রাজা উজির মেরে
মাস্তানি সব সেরে,
বিকেল বেলা তোমার বাড়ির লাগোয়া পথ ধরে
যাচ্ছে যখন ফিরে,
ভুলে নাহয় দিয়েই ছিল শিস
হাত ছিল নিশপিশ
ছুঁড়ে নাহয় দিয়েই ছিল চিঠি!

স্বীকার করে বলি
এসব কাণ্ড খারাপ ছেলে করে,
আর স্বীকার করে বলি
এসব কাণ্ড খারাপ ছেলে করে।

তবু মেয়ে
প্রেম তবু তার মিথ্যে ছিল না
মিথ্যে ছিল না।

এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান।

এই প্রেমের উপস্থাপন
জানি তেমন ভদ্র শোভন নয়,
তার চিঠির ব্যাকরণ
ভর্তি ভুলে বলার মত নয়,
শুধু তোমার নামটি ছাড়া
শুদ্ধ কিছুই লিখতে জানে না।

আর স্বীকার করে বলি
সে কিছুতেই যোগ্য তোমার নয়,
আর স্বীকার করে বলি
সে কিছুতেই যোগ্য তোমার নয়।

তবু মেয়ে
প্রেম তবু তার মিথ্যে ছিল না
মিথ্যে ছিলো না।

এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান।

সে যে বছর যুদ্ধে গিয়েছিল
ভেবেছিল পাবে তোমার প্রেম,
ইস্পাতে বারুদে সে তার প্রান
তোমার পায়ে সঁপে দিয়েছিল।

আজ স্বীকার করে বল
তুমি তাকে মিথ্যে বলেছিলে,
ও মিথ্যেবাদী মেয়ে
তুমি তাকে মিথ্যে বলেছিলে।

আজ স্বীকার করে বল
তুমি তাকে মিথ্যে বলেছিলে,
ও মিথ্যেবাদী মেয়ে
তুমি তাকে মিথ্যে বলেছিলে।

কেন মিথ্যে বলেছিলে
কেন মিথ্যে বলেছিলে??


এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান।
এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন