বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে


শিল্পী : ফেরদৌসী রহমান 
গীতিকার : জসীম উদ্দীন 

অ্যালবাম : নোলক 
সুরকার : জসীম উদ্দীন 


ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।।

যদি বন্ধু যাবার চাও
ঘাড়ের গামছা থুইয়া যাও রে
বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে

বটবৃক্ষের ছায়া যেমন রে
মোর বন্ধুর মায়া তেমন রে।
বন্ধুরে, বন্ধুরে, বন্ধুরে।
বন্ধু কাজল ভ্রমরারে
কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে


১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্রে গানটি ব্যবহার করা হয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন