নয়না বোঝে না প্রেম কারে কয়
আমার মন না লইয়া যারে তারে লয়
চাঁদ জাগে তারা জাগে সবাই সুখী হয়
আমার সুখ নয়না সেতো আমার নয়।
তোম রা আমায় বলো
কিভাবে মেনে নেব
সে যদি অন্ন কারো হয়
এমন ভালবেসে কেউ বলবে না
নয়না ছাড়া জীবন আমার চলবেনা।
তোমরা আমায় বলো
কিভাবে মেনে নেব
সে যদি অন্ন কারো হয়
আমার মন না লইয়া যারে তারে লয়
চাঁদ জাগে তারা জাগে সবাই সুখী হয়
আমার সুখ নয়না সেতো আমার নয়।
তোম রা আমায় বলো
কিভাবে মেনে নেব
সে যদি অন্ন কারো হয়
এমন ভালবেসে কেউ বলবে না
নয়না ছাড়া জীবন আমার চলবেনা।
তোমরা আমায় বলো
কিভাবে মেনে নেব
সে যদি অন্ন কারো হয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন