বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

সুখ আসে

  • শিল্পীঃ ডিফারেন্ট টাচ
  • অ্যালবামঃ শ্রাবনের মেঘ
 
সুখ আসে সুখ যায় চলে যায়

তবু রয় কিছু কথা মন চায় ভালোবাসা

এই তো জীবন।

চাঁদ যদি আকাশে রয় থেমে রয়

রাত তারে কভু কি জানাবে বিদায়।

জোছনা ছড়াবে সে অমন

তবু রয় কিছু কথা

প্রাণের আকুলতা

এই তো জীবন।

ঝরণা সে চলেছে দূর মোহনায়

হারাবে সে কি জানি কোন অজানায়

সাগর করেছে আহবান

তাই পাথরের বুক চিরে

ছুটে চলে পিছু না ফিরে

এই তো জীবন।।

সুখ আসে সুখ জায় চলে যায়

তবু রয় কিছু কথা মন চায় ভালোবাসা

এই তো জীবন।

চাঁদ যদি আকাশে রয় থেমে রয়

রাত তারে কভু কি জানাবে বিদায়।

জোছনা ছড়াবে সে অমন

তবু রয় কিছু কথা

প্রাণের আকুলতা

এই তো জীবন।

ঝরণা সে চলেছে দূর মোহনায়

হারাবে সে কি জানি কোন অজানায়

সাগর করেছে আহবান

তাই পাথরের বুক চিরে

ছুটে চলে পিছু না ফিরে

এই তো জীবন।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন