বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

প্রেম তুমি প্রেম তুমি

  • শিল্পীঃ আর্ক
  • অ্যালবামঃ জন্মভুমি


প্রেম তুমি প্রেম তুমি
তুমি সুর্যাদয়ে যেন বনকোকিল
সুরেলা কোন মধুবীণা
আর অস্তগামী হলে জোছনাতে
রুপালী চাঁদে ঝি ঝি ডাকা
পড়ন্ত দুপুর ফুলে ফুলে সুবাসিনী মায়াবিনী
অশান্ত বিকেলে ক্লান্তিতে দখিনা হাওয়া
তুমি যেন রংধনু সাত রঙ্গে রং
লুকোচুরি সোনালী ফসলের
নয়ন জুড়ি যেন
কাল বৈশাখী প্রলয় শেষে
নতুন দিনের আলোয় সাজানো বনভুমি
প্রকৃতি অকৃত্তিম সুন্দর আলো আধারে
তেমনি হে প্রেম তুমি সুন্দর দুটি অন্তরে
প্রেম সত্য প্রেম শ্বাশ্বত প্রেম অবিনশ্বর
এমনও প্রেমের মাঝেই রহিত ঈশ্বর
তুমি যেন রংধনু সাত রঙ্গে রং
লুকোচুরি সোনালী ফসলের
নয়ন জুড়ি যেন
কাল বৈশাখী প্রলয় শেষে
নতুন দিনের আলোয় সাজানো বনভুমি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন