পহেলা বৈশাখের সঙ্গে পান্তা-ইলিশের কোনও সম্পর্ক নেই।
বাংলাদেশের লেখক ও চিন্তকরা জানান, সাংস্কৃতিক ঐতিহ্যের দিক দিয়ে বৈশাখ
উদযাপনের সঙ্গে এই খাবার দু’টির কোনও যুক্ততা খুঁজে পাননি তারা। তাদের মতে,
বাণিজ্যিকভাবে লাভবান হতে ব্যবসায়ীরা শহুরে নাগরিকদের কাছে পান্তা-ইলিশকে
বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।
Source: Tree For Mankind
Source: Tree For Mankind
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন