বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি


শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার
গীতিকারঃ আহমদ জামান চৌধুরী
ছায়াছবি : মাস্তান

 এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি
কেন একা বয়ে বেড়াও
আমায় যদি তুমি বন্ধু মান
কিছু জ্বালা আমায় দাও।।
ছিলাম কোথায় আমি
বলো তুমি কোথায় ছিলে।
এক পলকের দেখায়
দূর থেকে কাছে এলে
মনের টানে যদি আপন হলে
মন কেন লুকোতে চাও
আমায় যদি তুমি বন্ধু মান
কিছু জ্বালা আমায় দাও।।
কথা দিলাম বন্ধু
সাথী হয়ে রইবো পাশে।
তোমার তরে যদি
মরতে হয় মরব হেসে
বন্ধুর বাধনে আজ তুমি
আমায় বেধে নাও
আমায় যদি তুমি বন্ধু মান
কিছু জ্বালা আমায় দাও।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন