মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

ছেলে বেলার গলপ শোনার দিন গুলো

হেমন্ত মুখোপাধ্যায়

ছেলে বেলার গলপ শোনার দিন গুলো
এখন কত দূরে আর আসেনা রাজার কুমার পক্ষ্মীরাজে উড়ে।

মনে পড়ে তার কথা যে চলেছে সে বীরের বেশে
তেপানতরের মাঠ পেরিয়ে গেছে চলে দিনের শেষে
আহা ঘুমের সে দেশ নিঝুম পুরে
আর আসেনা রাজার কুমার পক্ষ্মীরাজে উড়ে।

ভয় ছিলো হায় যদি সে তার নাপায় দেখা
সেই যে মেয়ের নামটি মধুর চন্দ্রলেখা।

মনে পড়এ সন্ধাবেলায় সময় হলে প্রদীপ জ্বালায়
তারি মাঝে আমরা কজন শুনছি কথা মধুমালার
আহা মায়ের গলার মিষ্টি সুরে!
আর আসেনা রাজার কুমার পক্ষ্মীরাজে উড়ে।

selebelar golpo shonar din 
chelebelar golpo shonar  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন