বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

আজকাল তোমাকে অচেনা মনে হয় ajkal tomake



আজকাল তোমাকে অচেনা মনে হয়

তোমার কথা ঠিক তোমার কথা নয়

আগের মত তুমি প্রাণ খুলে হাস না

মুখে মুখে ভালোবাস মন থেকে বাস না


দক্ষিণে গেলে যাও,উত্তরে বলে

সকালের আসা তুমি আস বিকেলে

আজকাল কথা দিয়ে কোন কথা রাখ না

আজকাল তোমাকে অচেনা মনে হয়


আমার দৃষ্টির আড়াল আবডালে
ইচ্ছের হাওয়া তুমি লাগাও পালে
আজকাল আমাকে ও ভুলে মন কর না
আজকাল আমাকে ও ভুলে মন কর না

আজকাল তোমাকে অচেনা মনে হয়
তোমার কথা ঠিক তোমার কথা নয়
আগের মত তুমি প্রাণ খুলে হাস না
মুখে মুখে ভালোবাস মন থেকে বাস না

হাসান মাসুদ

হৃদয় ঘটিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন