মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

মা

কাজী কাদের নেওয়াজ


মা কথাটি ছোট্ট অতি,
কিন্তু জেনো ভাই,
ইহার চেয়ে নামটি মধুর
তিন ভূবনে নাই।

সত্য ন্যায়ের ধর্ম থাকুক
মাথার’ পরে আজি
অন্তরে মা থাকুক মম
ঝরুক স্নেহরাজি।

রোগ-বিছানায় শুয়ে শুয়ে
যন্ত্রণাতে মরি
সান্তনা পাই মায়ের মধু
নামটি হৃদে স্মরি।

বিদেশ গেলে ঐ মধু নাম
জপ করি অন্তরে,
মন যে কেমন করে আমার
প্রাণ যে কেমন করে।

মা যে আমায় ঘুম পাড়াত
দোলনা ঠেলে ঠেলে,
শীতল হতো প্রাণটা মায়ের
হাতটা বুকে পেলে।

মাগো, আমি বিদেশ থেকে
দিচ্ছি তোমায় চিঠি,
কেমন আছ জানতে চাহি,
দেখতে চাহি দিঠি।

তোমায় স্মরি চোখ ফেটে মোর
অশ্রু যে আজ ঝরে,
প্রাণ যে কেমন করে আমার
মন যে কেমন করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন