সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

তুমি বেশ বদলে গেছো



ফাতেমা তুজ জোহোরা 
 
তুমি বেশ বদলে গেছো
পুরনো সৈকতে আর পানশি বেড়াও না
তুমি বেশ বদলে গেছো
পুরনো সৈকতে আর পানশি বেড়াও না
জানিনা কোন সাগরের.........
জানিনা কোন সাগরের ঝিনুক থেকে
একটি বার ও পলক ফেরাও না।
পুরনো সৈকতে আর পানশি বেড়াও না ।

বিকেলের সোনা যেমন ঝিলের জলে,
প্রণয়ের রং ছড়িয়ে ছন্দ তোলে,
তেমনি চাওয়ার ছিলো তোমার কাছে,
সাগর তলের তেমন কোনো পান্না হীরাও না....
সাগর তলের তেমন কোনো পান্না হীরাও না।
তুমি বেশ বদলে গেছো
পুরনো সৈকতে আর পানশি বেড়াও না ।


যে ঘাটে নোঙর ফেলে নিজের হাতে
দুচোখে স্বপ্ন নিয়ে দিন কাটাতে,
সে ঘাটের রংমহলায় খিল দিয়ে আজ
পোষ মানানো পাখির ডাকেও একটু তাকাও না ।

তুমি বেশ বদলে গেছো
পুরনো সৈকতে আর পানশি বেড়াও না
জানিনা কোন সাগরের ঝিনুক থেকে
একটি বার ও পলক ফেরাও না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন