সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
অ্যালবাম: বাল্যশিক্ষা
আমার এ গানখানি যদি ভাল লাগে
কোনদিন ভুলে যেও না
সুর হয়ে থেকো গানেরই ভুবনে
স্মৃতি করে রেখো জীবনে মরণে।।
গানে গানে সুর পাবে
মনে যদি প্রেম থাকে
প্রেম যদি সুর হয়
সুরে প্রেম জেগে রয়।
সাথী বিনা কভু সুর বাজে না
কোনদিন ভুলে যেও না।।
বাতাসের অনুরাগে সাগরে ঢেউ জাগে।
স্বরলিপি লিখে স্মৃতিটুকু রেখে।
গানে জীবন করো সাধনা
কোনদিন ভুলে যেও না।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন