Teka Pakhi Lyrics in Bengali is Written by Anam Biswas.
Music Composed by Emon Chowdhury
Dui Diner Duniya - দুই দিনের দুনিয়া
হুম হুম (হাসি)
টেকা ও টেকা ডার-লিং
তুমায় চেনা দায়
আমি আছি আছি শুধু
তুমার অপেক্ষায় (২)
তুমি আমার জান রে জান
তুমি পরান পাখি
দিয়োনাকো ফাঁকি হায় হায়
দিয়ো নাকো ফাঁকি
ও টেকা ও পাখি তুমি
উইড়া উইড়া আসো
উইড়া-উইড়া আইসা তুমি
আমার ডালে বসো (২)
আমার ডালে বসো
হো হো.. আমার ডালে বসো
তুমি আমার টুরু টুরু
টুরু টুরু লাভ
ও টেকা ও ডার-লিং
তুমি টুরু টুরু লাভ
টেকা ও ডার-লিং
তুমার ছুটো ইশারায়
আমার মন ডা যে মুচড়ায়
আমার মন ডা যে মুচড়ায়
তুমি আমার জানরে জান
তুমি পরান পাখি
দিয়ো নাকো ফাঁকি হায় হায়
দিয়ো নাকো ফাঁকি...
ও টেকা ও পাখি তুমি
উইড়া উইড়া আসো
উইড়া উইড়া আইসা তুমি
আমার ডালে বসো (২)
আমার ডালে বসো
হো হো..আমার ডালে বসো
টেকা ও টেকা ডার-লিং
তুমায় চেনা দায়
আমি আছি আছি শুধু
তুমার অপেক্ষায় (২)
তুমি আমার জান রে জান
তুমি পরান পাখি
দিয়োনাকো ফাঁকি হায় হায়
দিয়ো নাকো ফাঁকি
ও টেকা ও পাখি তুমি
উইড়া উইড়া আসো
উইড়া-উইড়া আইসা তুমি
আমার ডালে বসো (২)
আমার ডালে বসো
হো হো.. আমার ডালে বসো
তুমি আমার টুরু টুরু
টুরু টুরু লাভ
ও টেকা ও ডার-লিং
তুমি টুরু টুরু লাভ
টেকা ও ডার-লিং
তুমার ছুটো ইশারায়
আমার মন ডা যে মুচড়ায়
আমার মন ডা যে মুচড়ায়
তুমি আমার জানরে জান
তুমি পরান পাখি
দিয়ো নাকো ফাঁকি হায় হায়
দিয়ো নাকো ফাঁকি...
ও টেকা ও পাখি তুমি
উইড়া উইড়া আসো
উইড়া উইড়া আইসা তুমি
আমার ডালে বসো (২)
আমার ডালে বসো
হো হো..আমার ডালে বসো
teka pakhi
https://youtu.be/BzNSDiqycKo
উত্তরমুছুনসোহাগপুর গ্রামে একটা মায়া দীঘি ছিল
উত্তরমুছুনসেই দীঘিতে হায় আচানক পুস্প ফুটেছিল
নিশি রাইতে দীঘির জলে উড়াল বায়ু বয়
বন্ধুয়ারে সেথায় নিতে আমার মনে লয়
গো বন্ধু আমার মনে লয়।।
ঘন কালো দীঘির জলে নামে চাঁন্দের ছায়া
রাইত নীশিথে মন পীড়িতে কাইন্দা মরে মায়া।
কাইন্দো না কাইন্দো মন কাইন্দা ফায়দা নাই
বন্ধুয়ারে সাথে নিবা তাহার উপায় নাই
চাঁন্দের ছায়া হায় কী মায়া মনে কষ্ট হয়
মরণকালে বন্ধুর সাথে হবে পরিচয়
গো বন্ধু হয়ে পরিচয়।।
মনের দুঃখ মনে রাখ বনের দুঃখ বনে
মরণকালে হবে দেখা বন্ধুয়ার সনে।
কাইন্দো না কাইন্দো মন কাইন্দা ফায়দা নাই
বন্ধুয়ারে সাথে নিবা তাহার উপায় নাই
মায়া দীঘির কালো জলে উড়াল বায়ু বয়
মরণকালে বন্ধুর সাথে হবে পরিচয়
গো বন্ধু হয়ে পরিচয়।।