সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

অন্তর নামের এই যন্তর



অন্তর নামের এই যন্তর
ওরে পাগলী তোরে দেখলেই হয়ে যায় মন্থর (২)
অমাবস্যায় দেখি চাঁদেরই আলো
এই পাগলা তোরে বাসেরে ভালো
তুই ছাড়া যোগফল শুন্য
জীবনটাই অবান্তর।
অন্তর নামের এই যন্তর
ওরে পাগলী তোরে দেখলেই হয়ে যায় মন্থর (২)
কসম আকাশ আর কসম মাটি
আর সব মিছে তুই শতভাগ খাঁটি
তোর কথাতেই বাজি রাখতে পারি
এই না জীবনের প্রান্তর
অন্তর নামের এই যন্তর
ওরে পাগলী তোরে দেখলেই হয়ে যায় মন্থর (২)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন