সুমন
একটা চাদর হবে অ্যালবাম
গতকাল একটা অপমৃত্যু ঘটেছিল
যা কিনা হয়নি ছাপা
দৈনিক খবরের কাগজে
পোস্টমর্টেম কখন হবে
দাফন হবে কবে
লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে ।
পরিচয় খুঁজতে গিয়ে
ব্যাগটি তালাশ করে
পাওয়া যায় রক্তে লেখা
ভালবাসার চিঠি তাতে
আঘাতটা যায়নি দেখা
অন্তরে না বুকে
লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে ।
সময় আর অসময়ের যুদ্ধ হয়েছিলো
পরাজয় মেনে নিয়ে
চিরতরে বিদায় নিল
জানিনা কে থাকবে হায়
আপন ঘরে সুখে
লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে ।
Click to Hear This song
একটা চাদর হবে অ্যালবাম
গতকাল একটা অপমৃত্যু ঘটেছিল
যা কিনা হয়নি ছাপা
দৈনিক খবরের কাগজে
পোস্টমর্টেম কখন হবে
দাফন হবে কবে
লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে ।
পরিচয় খুঁজতে গিয়ে
ব্যাগটি তালাশ করে
পাওয়া যায় রক্তে লেখা
ভালবাসার চিঠি তাতে
আঘাতটা যায়নি দেখা
অন্তরে না বুকে
লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে ।
সময় আর অসময়ের যুদ্ধ হয়েছিলো
পরাজয় মেনে নিয়ে
চিরতরে বিদায় নিল
জানিনা কে থাকবে হায়
আপন ঘরে সুখে
লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে ।
Click to Hear This song
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন