বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

অপমৃত্যু

সুমন
একটা চাদর হবে অ্যালবাম

গতকাল একটা অপমৃত্যু ঘটেছিল
যা কিনা হয়নি ছাপা
দৈনিক খবরের কাগজে
পোস্টমর্টেম কখন হবে
দাফন হবে কবে
লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে ।

পরিচয় খুঁজতে গিয়ে
ব্যাগটি তালাশ করে
পাওয়া যায় রক্তে লেখা
ভালবাসার চিঠি তাতে


আঘাতটা যায়নি দেখা
অন্তরে না বুকে
লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে ।

সময় আর অসময়ের যুদ্ধ হয়েছিলো
পরাজয় মেনে নিয়ে
চিরতরে বিদায় নিল

জানিনা কে থাকবে হায়
আপন ঘরে সুখে
লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে ।


Click to Hear This song

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন