পথিক নবী
ও আমার প্রিয়া তুমি শুভেচ্ছা নিও
আমার সবটুকু ভালবাসা জানিও
সময় পাইলে আমার চিঠির উত্তরটা দিও
শুভেচ্ছা নিও। (২)
আকাশেতে মেঘের তুলি আঁকে কত মুখ
সেথায় আমি তোমায় দেখি লাগে বড় সুখ
আমার মনটা তোমার কাছে আমার কাছে নাই
তোমার ছাড়া বড় কষ্টে দিনগুলি কাটাই
আমার কাছে প্রাণের চেয়ে তুমি যে প্রিয়
শুভেচ্ছা নিও।
জানতে বড় ইচ্ছা করে আছো গো কেমন
আমার পথ চেয়ে তুমি থাকো কি এখন
আরেক টু সময় দাও আসছে ফাগুন মাস
তোমার মনের ফুল বাগানে করবো প্রেমের চাষ ।
তখন প্রেমের ময়ূর পঙ্খী নায়ে ভাসিও
o amar priya tumi suveccha nio
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন