আমি এক যাযাবর
আমার নাই ঠিকানা ঘর ,
আমার মনে আমার ব্যথা
তোমার কি খবর?
আমি ঘর ভোলা এক পথিক যেন
গাই পথেরই গান ,
তোমার প্রতি আমার কেন
এতো বেশি টান?
তোমায় নিয়ে নাউ ভাসিয়ে
হব তেপান্তর......
আমি আমার সাথে একা একা
কারও সাথে নাইরে দেখা ,
হাসি কান্নায় ভরে রাখি
আমার এই অন্তর .
সুর্য ডুবিয়া গেলে
আসে তারার মেলা
আমি নেই পাশে
তুমি কি ভালো আছো একেলা ???
আমার নাই ঠিকানা ঘর ,
আমার মনে আমার ব্যথা
তোমার কি খবর?
আমি ঘর ভোলা এক পথিক যেন
গাই পথেরই গান ,
তোমার প্রতি আমার কেন
এতো বেশি টান?
তোমায় নিয়ে নাউ ভাসিয়ে
হব তেপান্তর......
আমি আমার সাথে একা একা
কারও সাথে নাইরে দেখা ,
হাসি কান্নায় ভরে রাখি
আমার এই অন্তর .
সুর্য ডুবিয়া গেলে
আসে তারার মেলা
আমি নেই পাশে
তুমি কি ভালো আছো একেলা ???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন