শিল্পী : কিশোর পলাশ
গীতিকার : এফ এ সুমন
সুরকার : রানা শেখ
আমার ভাঙ্গা তরী ছেড়া পাল
চলবে আর কত কাল
ভাবি শুধু একা বসিয়া
রে দয়াল, এভাবে আর চলবে কতকাল
তরী কিনারায় ভিরাইয়া
ভাবি শুধু কাদিয়া
কিনারায় ভিরাইয়া
ভাবি শুধু কাদিয়া
যাবে কি এমনি দিনও হাল
রে দয়াল, এভাবে চলবে কতকাল
আমার ভাঙ্গা তরী ছেড়া পাল
চলবে আর কত কাল
ভাবি শুধু একা বসিয়া
রে দয়াল, এভাবে আর চলবে কতকাল
জীবণ দিলা কাঞ্চা বাশের
খাচারই মতন
যত্ন নেবার আগেই তাহা
ভাঙ্গে অবিরত, দয়াল ভাঙ্গে অবিরত,
জীবণ দিলা কাঞ্চা বাশের
খাচারই মতন
যত্ন নেবার আগেই তাহা
ভাঙ্গে অবিরত, দয়াল ভাঙ্গে অবিরত,
ধনীরে ধন দিলা
গরীবের তুইলা পিঠের ছাল
রে দয়াল, এভাবে আর চলবে কতকাল
আমার ভাঙ্গা তরী ছেড়া পাল
চলবে আর কত কাল
ভাবি শুধু একা বসিয়া
রে দয়াল, এভাবে আর চলবে কতকাল
সুখের পাখি নীড় বাধিতে
যায়না সে ভুলে
যত্ন করে নীড় বাধে হায়
সুখেরই দুকুলে দয়াল সুখেরই দুকুলে
সুখের পাখি নীড় বাধিতে
যায়না সে ভুলে
যত্ন করে নীড় বাধে হায়
সুখেরই দুকুলে দয়াল সুখেরই দুকুলে
তেলে চুলে তেল দিলা
বুঝলানা জটা চুলের হাল
রে দয়াল, এভাবে আর চলবে কতকাল
আমার ভাঙ্গা তরী ছেড়া পাল
চলবে আর কত কাল
ভাবি শুধু একা বসিয়া
রে দয়াল, এভাবে আর চলবে কতকাল
amar vanga tori
উত্তরমুছুনBangla Short Film
দয়াল আমার ভাঙ্গা তোরি কিনারায় ভিরাইও
উত্তরমুছুন