সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

পল্লী স্মৃতি


সুফিয়া কামাল


বহুদিন পরে মনে পড়ে আজি পল্লি মায়ের কোল,
ঝাউশাখে সেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল ।
কুলের কাটার আঘাত সহিয়া কাচা-পাকা কুল খেয়ে
আরও উল্লাশ বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে।
চৈত্র নিশি চাদিমায় বসে শুনিয়াছি রুপকথা,
মনে জাগিয়াছে সুয়ো দুয়োরানি দুখিনি মায়ের ব্যাথা।
তবু বলিয়াছি মার গলা ধরে, মাগো সেই কথা বল
রাজার দুলালে পাষান করিতে ডাইনি করে কি ছল।
সাতশো সাপের পাহারা কাটায়ে পাতালবাসীনী মেয়ে
রাজার ছেলেরে বাঁচায়ে কি করে পৌঁছিল দেশে যেয়ে।
কল্পপুরীর স্বপ্নের কাঠি বুলাইয়া শিশু চোখে,
তন্দ্রা দোলায় লয়ে যেত মোরে কোথা দূর ঘুমলোকে ।
ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়ায়েছি ঝরা আম,
খেলার সাথীরা কোথা আজ তারা ভুলিয়াও গেছি নাম ।
শিশির সিক্ত শেফালী ফুলের ঘন সৌরভে মাতি,
শরৎ প্রভাতে সখীগণ সাথে আনিয়াছি মালা গাঁথি ।
নব বর্ষার জলে অবগাহি কভু পুলকিত মনে
গান গাহিয়াছি মল্লার রাগে বাদলের ধারা সনে ।
................. ...খোলার মোচার তরী
কাঁদিয়া ফিরেছি সাঁঝের বেলায় পুতুলে বিদায় করি ।
আগামী দিনের আশা ভরসা কত না মধুর ছবি,
জাগিয়া উঠেছে চোখের পাতায় ডুবেছে যখন রবি ।

polli srity

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন