রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

করবো না বিয়ে বিয়ে করবোনা

করবো না বিয়ে বিয়ে করবোনা (চারবার)
বিয়ে করে আজকাল নেই কোন শান্তি
পরদিন থেকে সুরু হবে যে অশান্তি
মধু রাতে বুঝিয়ে দেবে তোমাকে।
করেছো বিয়ে তুমি কোন গোমাটে
হে হে....
এটা খাই খাইনা ওটা
ছুতে পারবে না কেউ তার কোনটা
কিন্চিৎ উচ্ছাল মুখেরই হাসি
কিছু দিন যেতে না যেতেই হবে বাশি।
উস্কো খুস্কো চুল খোচা খোচা দাড়ি
বাজারেতে থলে হাতে ছুটো তারাতারি
ওমুকটা নেই আর তমুকটা এনো
শালা শালি এসেছে মনে থাকে যেনো।
হাসি খুশি পাবে না কখনোযে তাকে
বাঁকা পথে নিয়ে যাবে আলোচনাকে
যদিওবা কখোন সে হাসি খুশি থাকে
ভাবনায় পরে যাই কি ফন্দি আটে
বিয়ের অর্থ যদি এই হয়।
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা

আহা.... আহা... আহা...হা

সখ করে কিছু যদি দাও যদি এনে
ভালো কভু বলবে না নেবেনা তা মেনে
শারী চাই চুড়ি চাই ত্রি-পিচ চাই
হাজার কিনে দিলেও নাই কিছু নাই নাই নাই নাই
গাড়ি বাড়ি চাই টিভিটা কালার
জোরা জোরা হাই হিল চাইযে প্রিয়ার
প্রতি মাসে অর্নামেন্ট নতুন এক সেট
দিতে হবে নইলে করবে বিহেট
কার স্বামী দিয়েছে কাকে কটা গিফট
ঠিক ঠিক এনে দেবে সেই সব লিষ্ট
ভাববে না কত তুমি বেতনটা পাও
চাই তার সব কিছু সব কিছু দাও
ওহ....
ফ্রিজ চাই ঘরে চাই এ্যারকন্ডিশন
বুঝতে চাইবে না সে তোমার পজিশন
একবার বলবে না তোমাকেই চাই
তুমি ছারা কিছু আর চাইবার নাই।

বিয়ের অর্থ যদি এই হয়
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা

বিয়ে করে বেরে যাবে দুর্ভোগিতা
কমে যাবে জিবনের সব প্রতিটা
কদিনেই মাথা খসে পরে যাবে চুল
সব কাজে শুরু হবে বড় বড় ভুল
বসে যাবে গাল চোখ যাবে ঢুকে
হার্ডফেল হয়ে যাবে সুন্নের বুকে
খেতে সুধু শুনবে সারাক্ষন গান
পান থেকে চুন খসে গেলে অভিমান
ওদেরতো সব ভালো আমরা যে ব্যাড
ওদের সব গুড নিউস আমাদের স্যাড
বাবা মা ছারা হতে হবে দুদিনেই
ভাই বোন আত্বীয় কেউ বুঝি নেই নেই নেই
বেতনের সব টাকা দিতে হবে তাকে
কিছু টাকা গোপনে সে রাখেনি যে হাতে
বন্ধুর আড্ডায় পারবে না যেতে
সখ করে ভালো কিছু পারবে না খেতে...

বিয়ের অর্থ যদি এই হয়।
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা

আহা.... আহা... আহা...হা

রেগে গেলে চলে যাবে বাপের বাড়ি
মাঝে মাঝে হয়ে যাবে কত ছারা ছারি
জমি যদি কেন তবে তার নামে দাও
ছেলে হলে বলবে তারযে ওটাও ওহো...
সেখাবেনা দাদা দাদি চাচু বলা ডাক
সেখো সুধু নানা মামা খালামনি বাক
তোমার টাকাটা নিয়ে বলবেসে তার
যদি চাও কদাচিৎ পেতে পারো ধার
তাই বলে ভেবোনা যে পেয়ে গেছো পার
চরা সুধে দিতে হবে ফেরৎ আবার
ফুপুর মামার খালু তার কোন বোন
এসেছে সে তাকে কিছু দিতে হবে লোন
সেবা যদি তুমি পাও কখনো যে তার
মনে রেখো দেবে খোটা দিনে সাত বার

বিয়ের অর্থ যদি এই হয়।
মালা পরবোনা পরবোনা
পরবোনা বিয়ের মালা পরবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা
করবো না বিয়ে বিয়ে বিয়ে করবোনা

Click to Hear This Song


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন