শিল্পীঃ কিশোর কুমার
সুরঃ রাহুল দেব বর্মন
========================
একদিন পাখি উড়ে যাবে যে আকাশে
ফিরবে না কখনো কারো আকাশে
বুকে যেন বেদনার ঐ মেঘ জমেনা
মন ভেঙে দিতে যেন আর ঝড় আসেনা
তারে ভেবে কারো চোখে যেন
জল না আসে
কারো আকাশে
উদাসীর বাঁশী আর কেনো
কেউ তো শোনেনা
কোনদিন কেউ তার কেন
মন তো বোঝেনা
কার ছেড়ে কোনদিন যেন শেষে (?)
পথে না বসে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন