বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

তুমি যে নাটের গুরু

মনির খান


তুমি যে নাটের গুরু বাকিয়ে জোড়া ভুরু
বুকের মধ্যে বইসা তুমি কল কাঠি যে নাড়ো

তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো


দিবস যখন আসে রে ভাই সূর্য জ্বালাইয়া

রাত্রি তখন যায়রে কোথায় দূরে পালাইয়া
তুমি দিনের বেলা রাত সাজো, রাতের বেলা দিন সাজো
 ইচ্ছে মতো বহুরূপী রুপ যে তুমি ধরো
তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো

নয়ন মেলে ডাকো যখন দৃষ্টি বাড়াইয়া
কাছে গেলে কোথায় তুমি যাও পালাইয়া
তুমি দূরে গেলে আপন ভাবো কাছে এলে পর ভাবো
ইচ্ছে মতো নিয়ম ভাঙো নিয়ম তুমি গড়ো 
তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো
 
তুমি যে নাটের গুরু বাকিয়ে জোড়া ভুরু
বুকের মধ্যে বইসা তুমি কল কাঠি যে নাড়ো
তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো


 tumi je nater guru
 

Hear Here

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন