বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

একচালা টিনের ঘর


একচালা টিনের ঘর
এই আপন এই পর
সবাই তো যাযাবর
তবুও বানাই ঘর

ভেতরে নেই ঠিক ঠাক
বাইরে বেশ ফিটফাট
সম্পর্কের কাঁটা ছেড়া
সবশেষে বাশের বেড়া
জীবনের যত প্রয়োজন
তবুও মানে না মন
নানান রঙের শান্তি খোজে
না পেলে দুচোখ বুজে

এই কূলে আমার
তুমি একটাই বিশ্বাস
তোমারই এক ইশারায়
চলে যাবে নিঃশ্বাস

ভাইয়ে ভাইয়ে দ্বন্দ
করে দাও সব বন্ধ
ভাই ছাড়া তোমার জীবন
হয়ে যাবে অন্ধ

লেনদেন সব গুছিয়ে নাও
যার কাছে তুমি যা কিছু পাও
ঈমানের খুটি টা যেনো
না হয় তোমার যেনোতেনো

আমার মনে বিশ্বাস তাই
এ কুল ও কুল যেখানে যাই
তুমি ছাড়া বিশ্বাস নাই
তুমি ছাড়া এ কূল নাই

সময় থাকতে সাবধান হও
লেনদেন সব গুছিয়ে নাও
ঈমানের খুটিটা যেন
না হয় তোমার যেন তেন

দুদিনের এই সংসারে
কেউ আগে কেউ পরে
চলে যাব সব ছেড়ে
শুধু ঘরটা রয় পরে
Click to Hear

1 টি মন্তব্য:

  1. আমার মনে বিশ্বাস তাই
    এ কুল ও কুল যেখানে যাই
    তুমি ছাড়া বিশ্বাস নাই
    তুমি ছাড়া এ কূল নাই



    আমার ভীষণই প্রিয় একটি গান.........। ধন্যবাদ-

    উত্তরমুছুন