শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

মেয়েটি আকাশের চাঁদ


বিপ্লব,প্রমিথিউস


মেয়েটি আকাশের চাঁদ

ছেলেটি ছুঁতে চায় ঐ চাঁদ

মেয়েটি আকাশের তারা

ছেলেটি সেই তারা দেখে

দিশেহারা দিশেহারা

মেয়েটি আকাশের চাঁদ

ছেলেটি ছুঁতে চায় ঐ চাঁদ

মেয়েটি আকাশের তারা

ছেলেটি হল দিশেহারা

মেয়েটি আহা চাঁদ তারা হোক

যাই তাই

ছেলেটির তাকে চাই চাই চাই চাই

তোমরা বল

বলনা

মেয়েটিকে কেন ছেলেটি পাবে না?


ছেলেটি কখনো ভাবেনি

মেয়েটিকে ছোঁয়া বড় দায়

বামন হয়েও ছেলেটি চাঁদের দিকে

হাত বাড়ায়

মেয়েটি আহা চাঁদ তারা হোক

যাই তাই

মেয়েটির প্রেমে ডুবে ডুবে

ছেলেটি হাবুডুবু খায়

ছেলেটি কিন্তু জেনেশুনেই

বিষ পান যে করতে চায়

মেয়েটি আহা চাঁদ তারা হোক

যাই তাই 

 

meyeti akasher chad

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন