শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

চান্দের বাত্তির কসম

শিল্পী - বিপ্লব
কথা ও সুরঃ আরমান খান


চান্দেও চিনে না, সূর্যেও চিনে না
চান্দেও চিনে না, সূর্যেও চিনে না
চান্দের বাতির কসম দিয়া ভালবাসিলি
সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুড়াইলি
চান্দের বাতির কসম দিয়া ভালবাসিলি
সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুড়াইলি
এখন তো চান্দেও চিনে না
আমারে সূর্যেও চিনেনা
চিনবো কেমনে যে চিনাইবো সেও তো চিনে না
চান্দের বাতির কসম দিয়া ভালবাসিলি
সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুড়াইলি
ইট বালু আর সিমেন্ট দিয়া ঘর বানানো যায়
সেই ঘরেতে যায় না থাকা মিল যদি না হয় (২)
চান্দের বাতি দিয়া আমার যে ঘর সাজাইলি
সুর্যের আলোয় ঝলমলাইয়া সে ঘর পুড়াইলি
এখন তো চান্দের চিনে না
আমারে সুর্যও চিনে না
চিনবো কেমনে যে চিনাইব সেও তো চিনে না
বুইজা থাকলে চোখের পাতা ঘুমকি দিয়া যায়
ঘুম পাড়ানি মাসিপিসি ঘুম যদি না দেয় (২)
চান্দের বাতি দিয়া আমায় যে ঘুম পাড়াইলি
সুর্যের আলোয় ঝলমলাইয়া সে ঘুম ভাঙ্গিলি
এখন তো চান্দেও চিনে না
আমারে সুর্যও চিনে না
চিনবো কেমনে যে চিনাইব সে ও তো চিনে না
এখন তো চান্দেও চিনে না
আমারে সুর্যেও চিনে না
চিনবো কেমনে যে চিনাইব সে ও তো চিনে না
চান্দের বাতির কসম দিয়া ভালবাসিলি
সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুড়াইলি
চান্দের বাতির কসম দিয়া ভালবাসিলি
সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুড়াইলি
এখন তো চান্দেও চিনে না
আমারে সূর্যেও চিনেনা
চিনবো কেমনে যে চিনাইবো সেও তো চিনে না
এখন তো চান্দেও চিনে না
আমারে সূর্যেও চিনেনা
চিনবো কেমনে যে চিনাইবো সেও তো চিনে না
এখন তো চান্দেও চিনে না
আমারে সূর্যেও চিনেনা
চিনবো কেমনে যে চিনাইবো সেও তো চিনে না
এখন তো চান্দেও চিনে না 
chander battir kosom 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন