- রথীন্দ্রনাথ রায়
তুমি আরেকবার আসিয়াযাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কাঁনতে চাই
পোড়া বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই
না পারিলাম বাঁচতে আমি
না পারিলাম মরতে
না পারিলাম পীরিতের ঐ
সোনার পাখি ধরতে
আমি এ কূল থেকে ও কূল গেলাম
ঘাটে ঘাটে চোখ রাখিলাম
আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই
না বাঁধিলাম ডাঙাতে ঘর
না ডুবিলাম জলে
না পাইলাম কূল কারো মনে
না ভাসলাম অকূলে
তোমায় নাইবা পেলাম এই জনমে
সঙ্গী হবো তোমার সনে
সকল বান্ধন ছিঁড়া যখন ঐ পাড়েতে যাই
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কাঁনতে চাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন