- বারী সিদ্দীকি
আমার মন্দ স্বভাব জেনেও তুমিকেনো চাইলে আমারে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
আমি তো ভুলে থাকি আমারও রঙ্গে।
তবু তুমি কেনো থাকো,
এই মানুষের সঙ্গে।
অনাদরে থেকেও তুমি
রাখো আমায় যতন করে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
আমি তো পারি শুধু যন্ত্রণা দিতে,
তবু তুমি আশা করো ভালো কিছু পেতে,
অবহেলা পেয়েও তুমি,
কেনো চাও যে আপন করে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
আমার মন্দ স্বভাব জেনেও তুমি
কেনো চাইলে আমারে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন