বিহুরে লগন মধুরে লগন,
অকাশে বাতাসে লাগিল রে
চম্পা ফুটিছে চামলী ফুটিছে,
তার সুবাসে ময়না আমার ভাসিল রে
হলুদ বরন মেঘলা এ তার যৌবন উছলায়
লাল ওরনার আড়াল দিয়া চক্ষু দুটি চায়
খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায়
বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়
বিহুরে লগন মধুরে লগন,
অকাশে বাতাসে লাগিল রে
নাচিতে নাচিতে তার ভরা যৌবন
বিহুর সাজে সবার মাঝে অসিল রে
তাহার নাচ দেখি অমার অঙ্গ অবস হয়
ঢোলের কাঠি দুহাত থিকে অপনি খসি যায়
জগত জুড়ি বিহুর পরব খুসি জে ছড়ায়
বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়
বিহুরে লগন মধুরে লগন,
অকাশে বাতাসে লাগিল রে
চম্পা ফুটিছে চামলী ফুটিছে,
তার সুবাসে ময়না আমার ভাসিল রে
অকাশে বাতাসে লাগিল রে
চম্পা ফুটিছে চামলী ফুটিছে,
তার সুবাসে ময়না আমার ভাসিল রে
হলুদ বরন মেঘলা এ তার যৌবন উছলায়
লাল ওরনার আড়াল দিয়া চক্ষু দুটি চায়
খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায়
বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়
বিহুরে লগন মধুরে লগন,
অকাশে বাতাসে লাগিল রে
নাচিতে নাচিতে তার ভরা যৌবন
বিহুর সাজে সবার মাঝে অসিল রে
তাহার নাচ দেখি অমার অঙ্গ অবস হয়
ঢোলের কাঠি দুহাত থিকে অপনি খসি যায়
জগত জুড়ি বিহুর পরব খুসি জে ছড়ায়
বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়
বিহুরে লগন মধুরে লগন,
অকাশে বাতাসে লাগিল রে
চম্পা ফুটিছে চামলী ফুটিছে,
তার সুবাসে ময়না আমার ভাসিল রে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন