শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছায়াছবি: দুই দুয়ারী
সুরকারঃ মাকসুদ জামিল মিন্টু
গীতিকারঃ হুমায়ূন আহমেদ
বরষার প্রথম দিনে
ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।।
জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়
যদি কোনো দিন আসে জোছনার আলোয় ঢাকা
মধুর সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে।।
জীবনের সব কালো যদি আলো হয়ে যায়
দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়
তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।।
ঘন কালো মেঘ দেখে
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে করো পরিচয়
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন