ডিফারেন্ট টাচ
অ্যালবাম: শ্রাবণের মেঘ
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না ।।
আজ মনের মাঝে রঙ্গীন আশা -
রঙ্গে সাজে না ।।
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না ।।
হায় কেমনে ভুলিবো সেদিন বল যেদিন তুমি পাশে ছিলে !
ভুলিবো কেমন সে রাত বলো যে রাতে তুমি গেছো চলে
আজ তারার আকাশে নেইকো তারা
চাঁদে শুধু অন্ধকার
ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না……
হায় কেমনে বুঝাব নিজেকে বল তুমি এখন নও আমার
নিভে গেছে আশার প্রদীপ
নেইতো আলো ভালোবাসার
আমি ভালোবেসে যে সব হারালাম
নেইতো কিছুই হারাবার
ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না……
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না ।।
আজ মনের মাঝে রঙ্গীন আশা -
প্রানে সাজে না ।।
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না ।।
অ্যালবাম: শ্রাবণের মেঘ
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না ।।
আজ মনের মাঝে রঙ্গীন আশা -
রঙ্গে সাজে না ।।
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না ।।
হায় কেমনে ভুলিবো সেদিন বল যেদিন তুমি পাশে ছিলে !
ভুলিবো কেমন সে রাত বলো যে রাতে তুমি গেছো চলে
আজ তারার আকাশে নেইকো তারা
চাঁদে শুধু অন্ধকার
ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না……
হায় কেমনে বুঝাব নিজেকে বল তুমি এখন নও আমার
নিভে গেছে আশার প্রদীপ
নেইতো আলো ভালোবাসার
আমি ভালোবেসে যে সব হারালাম
নেইতো কিছুই হারাবার
ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না……
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না ।।
আজ মনের মাঝে রঙ্গীন আশা -
প্রানে সাজে না ।।
আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন