বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

তুমি পৃথিবীতে এই মোরে করেছ অনেক বেশি ঋণী


ডিফারেন্ট টাচ
অ্যালবাম: শ্রাবনের মেঘ

তুমি পৃথিবীতে এই মোরে

করেছ অনেক বেশি ঋণী

তোমার নিঃস্ব প্রেম বড় সুন্দর

জীবন দিয়েছে কতখানি।
শিখিয়েছ সামনে চলার এ দিগন্ত

কোথায় গিয়েছে তারা মিশে

বুঝিয়েছ জীবন তো নয় ফুলশয্যা

হারাবে যখন অনিমেষে।
পড়ে কি মনে বল

ফেরারী বসন্ত মলিনী।।
যদিও তো দুঃখ পেলাম হারাবার মাঝে

তবুও রয়েছি আজো সুখী

জানো না তো এ জীবনেও আনন্দ আছে

হতেও তুমি একাকী।
একা থাকারও মাঝে

আছে সুখ বিষাদ রাগিনী।।

Click To Hear This Nice Song

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন