বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

তুমি আমার কত চেনা


সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
অ্যালবাম: দোলনা

তুমি আমার কত চেনা

সে কি জান না

এই জীবনের আশা তুমি

তুমি আমার ঠিকানা।।
ভালবাসা কারে যে বলে

ভালবেসে তুমি শেখালে

এত কাছে এলে গো যেন

হৃদয়ে লুকিয়ে গেলে
ভালবাসা কারে যে বলে

ভালবেসে তুমি শেখালে

এত কাছে এলে গো যেন

হৃদয়ে লুকিয়ে গেলে।।
আমি শুধু তোমাকে পেতে

এসেছি গো এই জগতে

বেধে নিব ভাগ্য আমার

বন্ধু তোমারই সাথে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন