বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

শীত নয় গ্রীষ্ম নয়

হাসান


শীত নয় গ্রীষ্ম নয়
এসেছে বসন্ত
আমার প্রেম, তোমার প্রেম
রবে যে অনন্ত
ফুলে ফুলে উড়ে, প্রজাপতি উড়ে
বেধেঁছে নতুন জুটি
তোমায় আমি ভালবাসি
অজুত-লক্ষ-নিজুত-কোটিরোদ নয় বৃষ্টি নয়
রাঙাবো দিগন্ত
ফটকা বাজিয়ে বাসর সাজিয়ে
রবো না ঘুমন্ত
ছাঁই নয় ভষ্ম নয়
হৃদয়টা জ্বলন্ত
সুখের আগুনে পুড়বো দুজনে
রবো যে জীবন্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন