বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

বলনা তুই বলনা

হৃদয় খান



মন তোরে বলি যতই, 
তুই চলেছিস তোর-ই মতো, 
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে...

মন বলি তুই ফিরে চা, 
মন ছাড়া কি যায় রে বাঁচা, 
তুই ছাড়া কে আর আছে জীবনে...

কি কারণ-অকারণ,
এত করিস জ্বালাতন, 
ভালো লাগে না এ দোটানা, 
উচাটন সারাক্ষণ, 

বলনা তুই বলনা কেন এই ছলনা, 
ও মন তুই বলনা ভালবাসি বলনা...

বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা, 
একবার শুধু বলনা ভালবাসি বলনা...

এই কথা সেই কথা কত যে কথা বলিস, 
শুধু বলিস না মন কি কয়, 
ভালোবাসা প্রেম পিরিতি কত কিছু বুঝিস, 
শুধু বুঝিস না মন কি চায়, 

কি কারণ অকারণ, 
এত করিস জ্বালাতন, 
ভালো লাগে না এ দোটানা, 
উচাটন সারাক্ষণ, 

বলনা তুই বলনা কেন এই ছলনা, 
ও মন তুই বলনা ভালোবাসি বলনা...

বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা, 
একবার শুধু বলনা ভালবাসি বলনা...

অন্তরটা দিলাম খুলে দেখিস না তো ফিরে
তোর মন বোঝা ভীষণ দায়...


হৃদয় টা-ও রেখেছি জমা
তাইতো আসি ফিরে
আর কিছুই দেবার তো নাই...

কি কারণ অকারণ, 
এত করিস জ্বালাতন, 
ভালো লাগে না এ দোটানা,
উচাটন সারাক্ষণ, 

বলনা তুই বলনা কেন এই ছলনা, 
ও মন তুই বলনা ভালবাসি বলনা...

বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা, 
একবার শুধু বলনা ভালবাসি বলনা...

মন তোরে বলি যতই, 
তুই চলেছিস তোর-ই মতই,
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে...

মন বলি তুই ফিরে চা, 
মন ছাড়া কি যায় রে বাঁচা, 
তুই ছাড়া কে আর আছে জীবনে...

কি কারণ-অকারণ, 
এত করিস জ্বালাতন, 
ভালো লাগে না এ দোটানা, 
উচাটন সারাক্ষণ, 

বলনা তুই বলনা কেন এই ছলনা, 
ও মন তুই বলনা ভালবাসি বলনা...

বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা, 
একবার শুধু বলনা ভালবাসি বলনা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন