তুমি ছিলেনা যখন চোখে ছিলনা স্বপন
ভালবাসা ছিল অজানা
তুমি আমার হলে, ভালবাসা দিলে
ওগো দিলে যে সুখের ঠিকানা
রঙে রঙে ভরা এই যে পৃথিবী তুমি আছো বলে
এতো আশা দোলে এই যে হৃদয়ে তুমি আছো বলে
ওগো তুমি আমার , শুধু তুমি আমার
শত অনুরাগের জোছনায়
তুমি ছিলেনা যখন চোখে ছিলনা স্বপন
ভালবাসা ছিল অজানা
আমি চেয়ে থাকি............
অসম্পূর্ণ
tumi chilena jokhon
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন