- শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার
- ছায়াছবি : অনুরাগ
- সুরকারঃ সুবল দাস
- গীতিকারঃ ড. মোঃ মনিরুজ্জামান/ মাসুদ করিম
শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা
তোমার দেয়া আঘাত আমায়
দেয় যে মধুর বেদনা
তুমি আমার সাধনা
যে চোখে তোমার প্রেমের কাজল
সে চোখে আবার কিসের অনল
স্বপ্ন হয়ে পিছু ডাকো
দুঃখ দিয়ে দূরে রাখো
তুমি আমার পূর্ণিমা চাঁদ
রাত্রি দিনের যন্ত্রণা।।
যে হাতে তোমার পরম মালা
সে হাতে আবার মরণ জ্বালা
বন্ধু তোমাকে ভাবতে গেলে
শত্রু হয়ে যে দেখা মেলে
ভালোবেসে শূন্য হলাম
এইতো আমার সান্ত্বনা।।
shotru tumi bondhu tumi
Hazar Moner Kache Proshno Rekhe Lyrics
উত্তরমুছুন