এই পথ যদি না শেষ হয় তবে কেমন হত তুমি বল তো
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হত তুমি বল তো
কোন রাখালের ওই ঘর ছাড়া বাঁশি তে
সবুজের ওই দোল দোল হাসিতে
মন আমার মিশে গেলে বেশ হয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বল তো
নীল আকাশের ওই দুর সীমা ছাড়িয়ে
এই গান যেন যায় আজ হারিয়ে
প্রানে যদি এই গানের রেশ রয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বল তো
Singer: Hemanta Mukhopadhyay & Sandhya Mukhopadhyay
Music: Hemanta Mukhopadhyay
Lyrics: Gauriprasanna Majumdar
Movie: Saptapadi (1961)
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হত তুমি বল তো
কোন রাখালের ওই ঘর ছাড়া বাঁশি তে
সবুজের ওই দোল দোল হাসিতে
মন আমার মিশে গেলে বেশ হয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বল তো
নীল আকাশের ওই দুর সীমা ছাড়িয়ে
এই গান যেন যায় আজ হারিয়ে
প্রানে যদি এই গানের রেশ রয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বল তো
Singer: Hemanta Mukhopadhyay & Sandhya Mukhopadhyay
Music: Hemanta Mukhopadhyay
Lyrics: Gauriprasanna Majumdar
Movie: Saptapadi (1961)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন