শিল্পী: কনকচাঁপা
চলচ্চিত্র: মোল্লাবাড়ির বউ
চলচ্চিত্র: মোল্লাবাড়ির বউ
অন্তর দিলাম
বিছাইয়া
বইসা লওনা জিরাইয়া
যদি তোমার চায় মনে
পরান রাইখা পরানে
নয়ন রাইখা নয়নে
বইসা লওনা জিরাইয়া
যদি তোমার চায় মনে
পরান রাইখা পরানে
নয়ন রাইখা নয়নে
যদি কোনদিন আমি
যাই গো হারাইয়া
এই প্রেম এই প্রীতি
এই ভালবাসার স্মৃতি
স্বর্ণলতার মতো হইয়া
থাকবে তোমায় জড়াইয়া
এই বার যদি আসে মরণ
আদরে করিব বরণ
ভয় কি আমার মরণে
ভয় কি আমার মরণে
পরান রাইখা পরানে
নয়ন রাইখা নয়নে
অন্তর দিলাম বিছাইয়া
বইসা লওনা জিরাইয়া
যদি তোমার চায় মনে
পরান রাইখা পরানে
নয়ন রাইখা নয়নে
এতো ভালবাসা আমি
কওনা কোথায় রাখি
এই বুকে নাই জায়গা ততো
আমায় ভালোবাসো যতো
তাই তোমার ভালবাসা
আমি সারা গায়ে মাখি
নাকের নোলক নড়িস নারে
চোখের পলক পড়িস নারে
ভালবাসার শরমে
ভালবাসার শরমে
পরান রাইখা পরানে
নয়ন রাইখা নয়নে
গানটি শুনতে ক্লিক করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন