শিল্পীঃ ম্যালেঞ্জ
গীতিকারঃ সেইন্ট আখুঞ্জি
ঘুম পাড়ানিয়া গান আর কেউ গায় না
আর কোন মুখে তার ছায়া দেখা যায় না
তার কোলে লুকনো আদর কোথাও পাবো না
চোখ বুজলেই দেখি তাকে
সে তো আমার মা
মা আমার মা।
কোন জগতে দেখলে তোমায়
ভুলে যাই ভুলে যাই সব যাতনা
মা আমার মা।
দূর দেশেতে ডুবে থাকি কত ব্যস্ততায়
তবু মন পড়ে থাকে তোমার মমতায়
তুমি ভাব পাগল আমি খোজ রাখি না
শুধু জেনে নিও প্রতিক্ষণ তোমায় খুজি মা
মা আমার মা।
কোন জগতে দেখলে তোমায়
ভুলে যাই ভুলে যাই সব যাতনা
মা আমার মা।
একা ঘরে বসে ভাবি মায়ের হাসি
তবু মন ভাবে নাকি হয় অভিলাষি
কেউ জানে না কাঁদি একা কেউ বোঝে না
এই গানে সব ভালবাসা তোমায় দিলাম মা
মা আমার মা।
কোন জগতে দেখলে তোমায়
ভুলে যাই ভুলে যাই সব যাতনা
মা আমার মা।
গীতিকারঃ সেইন্ট আখুঞ্জি
ঘুম পাড়ানিয়া গান আর কেউ গায় না
আর কোন মুখে তার ছায়া দেখা যায় না
তার কোলে লুকনো আদর কোথাও পাবো না
চোখ বুজলেই দেখি তাকে
সে তো আমার মা
মা আমার মা।
কোন জগতে দেখলে তোমায়
ভুলে যাই ভুলে যাই সব যাতনা
মা আমার মা।
দূর দেশেতে ডুবে থাকি কত ব্যস্ততায়
তবু মন পড়ে থাকে তোমার মমতায়
তুমি ভাব পাগল আমি খোজ রাখি না
শুধু জেনে নিও প্রতিক্ষণ তোমায় খুজি মা
মা আমার মা।
কোন জগতে দেখলে তোমায়
ভুলে যাই ভুলে যাই সব যাতনা
মা আমার মা।
একা ঘরে বসে ভাবি মায়ের হাসি
তবু মন ভাবে নাকি হয় অভিলাষি
কেউ জানে না কাঁদি একা কেউ বোঝে না
এই গানে সব ভালবাসা তোমায় দিলাম মা
মা আমার মা।
কোন জগতে দেখলে তোমায়
ভুলে যাই ভুলে যাই সব যাতনা
মা আমার মা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন