বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

কোন এক সাঝে kono ek shajhe


মাইলস
অ্যালবাম: এখনো দুচোখে বন্যা




কোন এক সাঝে দেয়া কথায়

কোন আশ্বাস সাথী করে

রংধনু রঙ্গে একেছিলে

কেন হৃদয়ের ক্যানভাসে
আমাকেও কোন মায়াজালে

অচেতন করে নিয়েছিলে

বুঝিনি সেই মন নিয়ে

কি খেলা তুমি খেলেছিলে
অবহেলা আর অনাদরে

এ হৃদয়তা ভেঙ্গে দিয়ে

কি করে বোঝাবো আমি

সবটাই তার ক্ষণ নিয়ে

বোঝাতে পারিনি

এই মনকে কিছু আমি।
অকারণ আর কারণের মায়াডরে

বাধনের সেই সুতোটা গেল ছিড়ে

পারনি তুমি নিজে বুঝতে

পারনি আমাকেও বোঝাতে

কি নিয়ে বল বেচে থাকি আমি

বোঝাতে পারিনি

এই মনকে কিছু আমি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন