বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

সে কোন দরদিয়া shey kon dorodia


মাইলস
অ্যালবাম: প্রতিশ্রুতি




সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়

দুঃখ সুখের করিডোরে ডুবায় আবার ভাসায়

সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়

পাইনা তারে খুঁজি যারে সে আছে অন্তরে
ঝড়ের রাতে আপন হয়ে আসে আমার বুকে

চাঁদের আলোয় জোয়ার আনে ভালোবাসার সুখে।।

আমার দরদিয়া এমন মধুর

চেয়ে থাকি চোখে……
সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়

দুঃখ সুখের করিডোরে ডুবায় আবার ভাসায়

সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়

পাইনা তারে খুঁজি যারে সে আছে অন্তরে
বুকের মাঝে বসত গড়ে কেন তবু দূরে

চাই যখন পাইনা তখন খুঁজে ফিরি তারে।।

আমার দরদিয়া এমন নিঠুর

দেখেনা তা ফিরে……
সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়

দুঃখ সুখের করিডোরে ডুবায় আবার ভাসায়

সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়

পাইনা তারে খুঁজি যারে সে আছে অন্তরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন