মাইলস
অ্যালবাম: প্রতিশ্রুতি
সুরকারঃ শাফিন আহমেদ
গীতিকারঃ কাজী ফারুক বাবুল
দিন গেল আবার দিন ফিরে এলো
সেই তুমি গেলে আর ফিরে এলে না
কোথায় আছো তুমি কেমন আছো
একবারও কেন তুমি দেখা দিলে না
দিন গেল আবার দিন ফিরে এলো
আমায় ছেড়ে যদি চলেই যাবে
ইশারায় কেন কাছে ডাকলে
এতো কাছে এসে ভালোবেসে
অজানায় কেন সরে থাকলে
জীবনটা আমার বদলে গেল
স্বপ্নগুলো আজ শূন্য হলো
তোমার চোখে আজ দুচোখ রেখে
সুখের আড়ালে বিরহ দেখি
আবার নতুন করে আসবেই তুমি
সেই আশায় পথ চেয়ে থাকি
যে মন তোমায় ভালোবেসেছিলো
আগের মতই আজো রয়ে গেল
fire ele na
অ্যালবাম: প্রতিশ্রুতি
সুরকারঃ শাফিন আহমেদ
গীতিকারঃ কাজী ফারুক বাবুল
দিন গেল আবার দিন ফিরে এলো
সেই তুমি গেলে আর ফিরে এলে না
কোথায় আছো তুমি কেমন আছো
একবারও কেন তুমি দেখা দিলে না
দিন গেল আবার দিন ফিরে এলো
আমায় ছেড়ে যদি চলেই যাবে
ইশারায় কেন কাছে ডাকলে
এতো কাছে এসে ভালোবেসে
অজানায় কেন সরে থাকলে
জীবনটা আমার বদলে গেল
স্বপ্নগুলো আজ শূন্য হলো
তোমার চোখে আজ দুচোখ রেখে
সুখের আড়ালে বিরহ দেখি
আবার নতুন করে আসবেই তুমি
সেই আশায় পথ চেয়ে থাকি
যে মন তোমায় ভালোবেসেছিলো
আগের মতই আজো রয়ে গেল
fire ele na
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন