বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

পাহাড়ী মেয়ে (pahari meye)

পাথুরে নদীর জলে

পাহাড়ী মেয়ে নামে

ভেজা তার তনু মন ধরা দেয় না

কি স্বপন একে দিল বলা যায় না
স্বপ্ন চোখের মাঝে

সবুজ বনানী কাপে

ছায়া ফেলে এই জল ঝরনা

অধীর ঢেউ এ তোলা

নিয়ে যায় আন্ মোনা

থেকে থেকে শুধু জল ঝরা
বাতাস আকুল হয়ে

জলের ছন্দ নিয়ে

পাহাড়ি মেয়ে সে তো চেয়ে দেখে না

পাখি ডাকে অচেনা

বয়ে যায় ভাবনা

স্বজন বুঝি তার ফিরে এলোনা


মাইলস
অ্যালবাম: প্রত্ত্যাশা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন