বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

অভিমানে থাকতে বলিনি (ovimane thakte bolini)

মাইলস
অ্যালবাম: দেয়াল



কি করে ভুলি তুমি আমার ছিলে

আমার ছিলে এই হৃদয় জুড়ে

এখন এখানে অথৈ আধার

নীরবতাই আছে সঙ্গী হয়ে।
ভুলে গেছো তুমি কিছুই বন্ধু আমি ভুলিনি

চলে গেছো তুমি অভিমানে থাকতে বলিনি।
চোখের বরষাই আপন হবে কোনদিন ভাবিনি

বিরহ স্মৃতি সঙ্গী হবে কখনো বুঝিনি

এসে দাঁড়াবে পাশে আমার অভিমানে কাউকেই ডাকিনি
ভুলে গেছো তুমি কিছুই বন্ধু আমি ভুলিনি

চলে গেছো তুমি অভিমানে থাকতে বলিনি।
কতটুকু দোষ ছিল আমার বলে ত যাওনি

কি নিয়ে থাকব বেচে আমি কখনো ভাবনি

এসে দাড়াবে পাশে আমার অভিমানে কাউকেই ডাকিনি
ভুলে গেছো তুমি কিছুই বন্ধু আমি ভুলিনি

চলে গেছো তুমি অভিমানে থাক তে বলিনি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন