আশা ভোঁসলে
ছোট্ট একটা ভালোবাসা
এইতো শুধু চায়গো সবাই।।
একটু শুধু ভালোবাসা
এটাই যেন পায়গো সবাই।
মনটা যখন থাকে একা
ফুরায়না তার স্বপ্ন দেখা।।
তখন সুরের জোঁয়ার আসে
আপন মনে গায়গো সবাই।
আনন্দে মন তখন ভাবি
অনেক কিছু হয়তো পাবি।।
রাখ নরে দৃষ্টি খুঁজে
ময়ূরপঙ্খী বায়গো সবাই।
তখন মানুষ ফাগুন বেলায়
মন যে মাতে মনের খেলায়।।
ফুলের কাছে গুনগুনিয়ে
ভ্রমর হয়ে যায়গো সবাই
ছোট্ট একটা ভালোবাসা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন